ইমাম মুহাম্মদ আব্দু (রাহঃ)
ইমাম একটি কনফারেন্সে উপস্থিত হতে যাচ্ছিল। কনফারেন্সের বিষয় ছিল ইসলাম,ইহুদ ও খৃস্টান ধর্মকে কেন্দ্র করে। সফর
ছিল অনেক দীর্ঘ। এই দীর্ঘ ভ্রমণে ইমাম ছিল খুবই তৃঞ্চনার্ত। তিনি হোটলে পৌঁছে
পানির গ্লাস পাওয়া মাত্রই পুরো পানি এক নিঃশ্বাসে, এক ডুকে পান করে পেলেন। এই
পরিস্থিতি টা এক খৃস্ট মহা সুযোগ মনে করে, ইমামকে প্রশ্নে জড়িয়ে দিলেন। বলেন,
তোমাদের নবী বলেছেন, পানি তিন ডুকে পান করতে, এখন তুমি এক ডুকে সব পানি পান করছেন। আপনি হলেন শাইখুল আজহার। আপানার যদি এই অবস্থা হয়, সাধরন মানুষের অবস্থা কি হবে?
ইমাম ইচ্ছা করলেন, নিজেকে এই কঠিন
পরিস্থিতি থেকে বের করতে।
শাইখ ছিলেন প্রখর মেধার অধিকারী। তিনি ছিলেন অত্যান্ত ধীশক্তিবান। তিনি ওই
খৃস্টানকে বলেন, হ্যাঁ আমাদের নবীর কথা সত্য। কিন্তু আমি একেক করে, দু,তিন গ্লাস
পানি পান করব।কারণ, আমাকে প্রচণ্ড তৃঞ্চা পেয়েছে।
খৃস্টান আরেকটি প্রশ্ন করেন, তোমারা বল, কুরআনের মধ্যে সব কিছু নিয়ে আলোচনা
করা হয়েছে। শাইখ বলেন, কথা সত্য।
খৃস্টান, এক বাসন ময়দায় কয়টা রুটি হয়?
শাইখ, ফোনটা দেনতো, রুটি ওয়ালা থেকে জিজ্ঞাস করেন, রুটি অয়ালা উত্তর দেন।
খৃস্টান, আমি কুরআন থেকে উত্তর চাই।
শাইখ, (فسالوا اهل
الذكر ان كنتم لا تعلمون)
অর্থ, তোমরা অভিজ্ঞ ব্যক্তি থেকে জিজ্ঞাস কর, যদি তোমরা না জান।
খৃস্টান, অত্যান্ত আশ্চর্জ হয়ে পড়লেন।
খৃস্টান, আমার নামকি তোমাদের কোরআনে আছে?
শাইখ, হ্যাঁ
শাইখ, তোমার নাম কি?
খৃস্টান, আমার নাম কোক।
ইমাম, يقول (فاذا
رأوا تجارة انفضوا من حولك وتركوك
) কোক আমাদের
কোরআনে আছে।